মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে স্বপ্নতরী স্বর্ণপদক হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫্ং একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় মধুখালী উপজেলা পরিষদের ৩ নম্বর হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসাইন, হাফেজ মোহাম্মদ আল-আমিন, হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান ও মাওলানা মুহাম্মদ শাহজাহান শেখ, হাফেজ মাওলানা জায়েদ বিন কবির। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন লুৎফর রহমান সহ আরো অনেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ডঃ ইলিয়াস মোল্লা, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, পৌর বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলাম সাগর, মধুখালী পৌর যুবদলের সিনিয়র যুগ্নঃ আহবায়ক মাহবুব তালুকদার, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আবু নছর টিটো, মধুখালী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আরিফূল ইসলাম, স্বপ্নতরী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব শেখ, সাধারণ সম্পাদক সাদী আব্দুল্লাহ, অর্থ সম্পাদক শেখ নাঈম, প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা গোলাম মহিম মোল্লা, মোহাম্মদ সিয়াম হোসেন, সদস্য গোলাম শরাফত সরত, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আজিজ, মোহাম্মদ রাব্বি, মো. আপন ও মো. মিতায়েবসহ আরও অনেকে। ১ম পুরস্কার পান কয়েশদিয়া ইসমাঈল হোসাইন, ২য় পুরস্কার পান বাগাটের তালহা মোল্যা, ৩য় পুরস্কার পান গাজনা মাসুম বিল্লাহ। এছাড়া আরো পুরস্কার বিতরন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল।