মধুখালী প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শিল্পপতি মোঃ আবুল বাশার খাঁনের সমর্থনে পথসভা ও গণসংযোগ এবং লিফলেট বিতরন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মধুখালী উপজেলার কামারখালী বাজারে ব্যবসায়ীদের সাথে গনসংযোগ ,লিফলেট বিতরন শেষে কামারখালী ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের সমাজসেবক আলহাজ্ব মোঃ নাইম মোল্যার সভাপতিত্বে ও একই গ্রামের সমাজসেবক ও রাজনীতিবিদ এবং ব্যবসায়ী এস.এম দাউদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত গন্ধখালী বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পপতি মোঃ আবুল বাশার খাঁন। এ ছাড়া বক্তব্য রাখেন গন্ধখালী বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ সামাদ মোল্যা, কামারখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ ইউসুফ হোসেন , নাওড়াপাড়া গ্রামের সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ ইমদাদুল হক, উপজেলার সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ মনিরুজ্জামান মিল্টন প্রমুখ। পরে তিনি আবারও কামারখালী বাজারে ভোটারদের সাথে তাঁর সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন। প্রধান অতিথি’র বক্তব্যে শিল্পপতি মোঃ আবুল বাশার খাঁন বলেন, আমি পরিবর্তনের লক্ষ্য ও মানব সেবার ব্রত নিয়ে ভোটারদের আন্তরিকতায় খেটে খাওয়া মানুষের ভোটে বিজয়ী হতে প্রার্থী হয়েছি। ‘আঞ্চলিকতার টানে মধুখালী , বোয়ালমারী এবং আলফাডাঙ্গা উপজেলার মানুষ আমাকে ভালোবাসে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি জনগণের ভোটে বিজয়ী হবো বলে আশাবাদী ।’ তিনি আরও বলেন, ‘বেকারত্ব দূর করতে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। আত্মপ্রত্যয়ী যুবকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে এই গন্ধখালী এবং ফুলবাড়ী গ্রামের মানুষের জন্য ও বেকারদের জন্য যা করেছি এর চেয়ে আরও বেশী কর্মসংস্থান সৃষ্টি করা ।’বেশিরভাগ রাস্তারই বেহাল দশা; জনগণের ভোগান্তি লাঘবে এসব রাস্তা সংস্কার করা এখন অত্যন্ত জরুরি বলেন তিনি। যদি জনগণ আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে, তবে বাকি জীবন মানুষের কল্যাণে উৎসর্গ করতে চাই।’ উপজেলার গন্ধখালী পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী জানিয়েছেন, মোঃ আবুল বাশার খাঁনের পারিবারিক ঐতিহ্য ও মানবিক কর্মকান্ড বিবেচনায় তারা তার বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করবেন। শিল্পপতি মোঃ আবুল বাশার খাঁন আরও বলেন এ অঞ্চলের কৃষক কৃষাণী দিন মজুর অবহেলিত পিছিয়ে পড়া লোকজন আমাকে পছন্দ করে তাই আমি নির্বাচিত হলে খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে যাবো।
মধুখালীতে স্বতন্ত্র এমপি পদ প্রার্থী শিল্পপতি মোঃ আবুল বাশার খাঁনের পথসভা ও গণসংযোগ এবং লিফলেট বিতরন
