মোঃ সহিদুল ইসলাম , মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে বিশিষ্ট শিক্ষাবিদ মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মির্জা আব্দুল খালেক এঁর মৃতে্যু মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারী ২০২৬খ্রি. বৃহস্পতিবার বিকেল ৪টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মোঃ আবুয়াল হোসেনের সভাপতিত্বে ও সৈয়দ এটিএম মাসউদের সঞ্চালনায় বিশিষ্ট শিক্ষাবিদ মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মির্জা আব্দুল খালেক এঁর কর্মময় জীবনের উপর স্মৃতি মন্থন করে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী ও শোকসভা দোয়া মাহফিলের আহবায়ক এবং উপজেলা বিএনপি সভাপতি মোঃ শাহবুদ্দিন আহমেদ সতেজ,বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মালেক শিকদার, আবু সাঈদ মিয়া, মোঃ নজরুল ইসলাম, মোঃ আকতার হোসেন মুন্সি, সাবেক শিক্ষার্থী গোলাম মোস্তফা বাকী,উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক মোঃ আবুল কাসেম আবুল, মোঃ কামরুল হাসান টগর, আখচাষী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার গোস্বামী, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মামুন, সাবেক প্রধান শিক্ষক ফরিদুল মনসুর, সাবেক সহকারি শিক্ষক মতিয়ার রহমান, মধুখালী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ আবুল বাশার বাদশা, সমেন্দ্রনাথ বসু, অশোক কুমার সিংহ রায়, মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকা বিশ্বাস , মধুখালী রইচুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাশিকুল আমিন ও মরহুমের পরিবারের পক্ষ থেকে বড় ছেলে মির্জা আব্দুল্লাহ মোরশেদ শাহিন সহ প্রমুখ । দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মধুখালী শাহ হাবিব মাদ্রাসার সুপার মাওলানা মাজেদুল ইসলাম
