মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখাালী উপজেলার মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের তালিকাভুক্ত সাংবাদিকদের সঙ্গে ৯ জুলাই বুধবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রাসেল। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন। এ সময় সভায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মতিয়ার রহমান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রমজান আলী বিশ্বাস, অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মি, প্রচার সম্পাদক আবির হোসেন আবু। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মানিক শিকদার, দপ্তর সম্পাদক মো. সহিদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক রাজিব হোসেন, কার্যকরী সদস্য নাজমুল হোসেন এস এম সজীব রানা, শাহরিয়ার সিকদার, গৌতম বিশ্বাস, ইদ্রিস আলী, বিপ্রজিত বিশ্বাস, হৃদয় শীল, রিফাত হোসেন, অসীম কুমার দত্ত, পার্থ রায় ও শেখ সালমান আহমেদ সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। সভায় ইউএনও মো. আবু রাসেল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে উৎসাহ দেন এবং বলেন “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করতে পারেন। প্রশাসন সব সময় চায় সাংবাদিকদের সহযোগিতায় একটি দুর্নীতিমুক্ত, কল্যাণমুখী ও গণমুখী প্রশাসন গড়ে তুলতে। সাংবাদিকদের লেখনীর প্রভাব অনেক গভীর, তাই তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করবেন।” তিনি আরও বলেন“যেকোনো জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। উপজেলা প্রশাসন প্রেসক্লাবের সাথে সুসম্পর্ক বজায় রেখে পারস্পারিক সহযোগিতায় কাজ করতে আগ্রহী।” ইউএনও সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং সকলের সহযোগিতায় মধুখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করেন।