ePaper

মধুখালীতে সরকারি গাছ কাটার অভিযোগ

মো. সহিদুল ইসলাম, মধুখালী

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া বিশ্বাস পাড়ার সীমানায় গ্রামের চন্দনা খালের পাড় থেকে অবাধে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। সংবাদ শুনে সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় চন্দনা খালের ভিতর একটি মেহগনি গাছ কাটা অবস্থায় পড়ে আছে। আশে পাশে লোকজনের নিকট জিজ্ঞাসা করে জানা যায়, উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের মরহুম ইদ্রিস ড্রাইভারের ছোট ছেলে ইয়াসিন বিশ্বাস বাবু কেটেছে। আরও জানা যায় তিনি এর আগেও গাছ কেটেছেন। বিষয়টি আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবুকে অবগত করলে তিনি বলেন, খালের পাড়ে সরকারী গাছ কাটার আইন নাই। সরকারী গাছ কাটা দন্ডনীয় অপরাধ। এর বিচার হওয়া উচিৎ। তাই স্থানীয় জনগন বিনা অনুমতিতে সরকারী গাছ কাটা যে অপরাধ, তার শাস্তি প্রশাসনের নিকট দাবী করেন।  এ বিষয়ে তার জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেন যে আমি গাছ কেটেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *