ePaper

মধুখালীতে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন – পুলিশ সুপার

মোঃ সহিদুল ইসলাম মধুখালী প্রতিনিধিঃ  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে ভোটকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম)। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেল ৩টায় তিনি মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। কেন পরিদর্শনকালে পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “আগামী ১২ ফেব্রয়ারীর নির্বাচনকে সামনে রেখে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের স্বার্থে এবং একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে হবে।” তিনি ভোটারদের আশ্বস্ত করে আরও বলেন, “আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করবেন।” পরিদর্শনকালে পুলিশ সুপার কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রওশনা  জাহান, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম, মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলী আযম এবং মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *