মো. সহিদুল ইসলাম, মধুখালী
ফরিদপুরের মধুখালী উপজেলায় “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫” উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি ও অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সোহেল রানা, মধুখালী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. কে এম তানজিলুর রহমান, মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মধুখালী উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসমতআরা কাদির, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর উপজেলা অফিসার সুব্রত কুমার দাস, মধুখালী উপজেলা আইসিটি অফিসার দিজেন্দ্রনাথ ভৌমিক, মধুখালী উপজেলা কৃষি অফিসার জয়সেন শুভ্র, মধুখালী উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা হাবিব আল মামুন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী ইমরুল হুসাইন কায সহকারী মো. কামরুজ্জামান সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠানটি সভাপত্বি করেন সহকারী প্রকৌশলী লুৎফর রহমান। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল বলেন, হাত ধোয়া একটি সাধারণ কিন্তু অত্যান্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি। নিয়মিত সঠিকভাবে হাত ধোয়া আমাদের জীবনের জন্য সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি মানুষ যদি নিজের এবং পরিবারের সুরক্ষায় সচেতন হয়, আমরা অনেক রোগ প্রতিরোধ করতে পারব। তিনি আরও যোগ করেন, বিশ্ব হাত ধোয়া দিবস শুধু একটি প্রতীকী দিন নয়; এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দীপনা। র্যালি শেষে আলোচনা সভায় অংশগ্রহণকারীরা হাত ধোয়ার সঠিক পদ্ধতি, স্বাস্থ্য সচেতনতা এবং জীবাণু সংক্রমণ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন।
