মধুখালী প্রতিনিধি
ফরিদপুর জেলার মধুখালী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপি সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যা এবং ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এবং ফরিদপুর-১ আসনের ধানের শীষের কর্ণধর আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম বলেন বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীদের ঠাঁই হবে না। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, মধুখালী পৌর বিএনপি সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও বাগাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. রহিম ফকির, যুগ্ন সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, যুগ্ন. সাধারন সম্পাদক শরিফুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন আহবায়ক ওহাইও বিএনপি যুক্তরাষ্ট্র হাসিবুল হাসান হাবিব, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও বাগাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ. রহিম ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইয়াছিন বিশ্বাস, উপজেলা বিএনপি সদস্য কামরুজ্জামান মিন্টু, মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক এস.এম. মুক্তার হোসেন সদস্য সচিব তারিকুল ইসলাম এনামূল, মধুখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন, উপজেলা কৃষক দলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, সদস্য সচিব শেখ তানভীর আহম্মেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, বিএনপি নেতা আকরাম হোসেন প্রমুখ। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আলী মুনসুর দাউদ, জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক শাহারিয়ার হোসেন জুয়েল, মধুখালী উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, মধুখালী পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম, মধুখালী উপজেলা বিএনপি সদস্য সাইদুর রহমান, হাবিবুর রহমান, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ, বিএনপি নেতা ত্রিনাথ পাল সহ উপজেলা বিএনপি সহ ইউনিয়ন এবং বিএনপি সকল অঙ্গসংগঠানের প্রায় ৫হাজারো নেতাকর্মী এবং ভোটাররা উপস্থিত ছিলেন। মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু প্রার্থনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহবায়ক তোফাজে¦ল হোসেন।