মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে তৃতীয় লিঙ্গের মানুষের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল ওহাব পাবলিক লাইব্রেরীতে এই ইফতার মাহফিলের আয়োজন করে আবুল হোসেন মিয়া ট্রাস্টি, মধুখালী, ফরিদপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মধুখালী ডায়াবেটিক সমিতির পরিচালক আবু সাঈদ মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, “তৃতীয় লিঙ্গের মানুষ সমাজের সবচেয়ে অবহেলিত শ্রেণির হলেও আমি তাদের অবহেলিত মনে করি না। সমাজে ১৮ কোটি মানুষের মধ্যে ১ কোটি ৩৫ লাখ মানুষ প্রতিবন্ধী। কিন্তু শারীরিক প্রতিবন্ধীরা পরিবারে অবস্থান করতে পারলেও তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজ গ্রহণ করতে চায় না। পরিবার থেকেও তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে তাদের পেশা হয়ে যায় ভিক্ষাবৃত্তি।” তিনি আরও বলেন, “তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি বিদ্বেষ দূর করতে হবে। তাদের শিক্ষার সুযোগ, কর্মসংস্থান ও সম্পত্তির অধিকার নিশ্চিত করতে হবে, যাতে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি পায়েল, ভেলকি, সিমু, টাপুর ও নুপুর। তারা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরে সমাজে সমান সুযোগ-সুবিধার দাবি জানান। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অতিথিরা বলেন, তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি ইতিবাচক মনোভাব ও সহমর্মিতা প্রদর্শন করা সমাজের দায়িত্ব।
মধুখালীতে তৃতীয় লিঙ্গের মানুষের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
