ePaper

মধুখালীতে জুলাই পূনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ

মধুখালী প্রতিনিধি

“জুলাই পূর্ণজাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান” ফরিদপুরের মধুখালীতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা হলরুমে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহাবুব এলাহী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী ইরান, বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকী, সদস্য সচিব বাবলু কুমার রায়, সদস্য জেলা যুব দলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আলিমুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ওমর ফারুক, সদস্য সচিব মো. সাদ্দাম আরেফিন এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. রেদোয়ান আবেদিন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ‘জুলাই আন্দোলন’-এর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সভাপতি উপস্থিত সকলের “জুলাই জাগরণ” শপথ বাক্য পাঠ করেন, যা সমাজ পরিবর্তনে সম্মিলিত অঙ্গীকারের প্রকাশ ঘটায়। এই অনন্য আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *