ePaper

মধুখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মধুখালী প্রতিনিধি

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়েছে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল শপথ পাঠ করান। শপথ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যুব ঋণ কার্যক্রম, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদ বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুঃ ইছমত কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব ইলাহী এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কে এম তানজির নাইম। অনুষ্ঠানে হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণ সমাপ্ত করা ৩০ জন যুবক-যুবতীর হাতে সনদপত্র ও নগদ ৮০ আশি হাজার তুলে দেন অতিথিরা। প্রায় দুই শতাধিক সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তারা বলেন, দেশের উন্নয়ন যুব সমাজের ভূমিকা অপরিসীম। তাদের সঠিক পথে পরিচালিত করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ আরও পৃদ্ধি করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *