ePaper

মধুখালীতে ছাত্রী অপহরণের ঘটনায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মির্জাকান্দি আড়ুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণের ঘটনায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ফরিদপুর শহর থেকে ভিকটিমসহ আটক করা হয় এবং মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ফরিদ মোল্লা মাঝকান্দি গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, ভিকটিমের বাবা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ৩১ আগস্ট রাত ৮টার দিকে ভিকটিম বাড়ির পাশে হাঁটতে বের হলে আর বাড়িতে ফেরেনি। পরে জানতে পারেন, একই এলাকার মো. ফরিদ মোল্লা (৩০), পিতা মোহাম্মদ রাজ্জাক মোল্লা, গ্রাম মাঝকান্দি সহ কয়েকজন তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোক্তার হোসেন অভিযান চালিয়ে ফরিদপুর শহর থেকে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী ফরিদ মোল্লাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে ভিকটিম পুলিশ হেফাজতে রয়েছে এবং মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। অন্যদিকে ফরিদ মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *