মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে আড়পাড়া ইউনিয়ন বাজার প্রতিষ্ঠা উপলক্ষে সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা সেলিম হোসেন মোল্যার সভাপতিত্বে শনিবার বিকালে আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে এক মতবিনিময় সভা অনুস্টিত হয়। আড়পাড়া ইউনিয়নে নতুন আড়পাড়া ইউনিয়ন বাজার প্রতিষ্ঠা লক্ষে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ কথাবাত্রা বলেন আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়ন বিএনপি আহবায়ক এহিয়া হোসাাইন, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কৃতি সন্তান দাউদ হোসেন মোল্যা, সামসুদ্দিন মোল্যা রবি, মধুখালী উপজেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক কাজী মামুন হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন মোল্যা। এ ছাড়া আরও বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ঠ ব্যবসায়ী সাইদুর রহমান খাঁন জুয়েল, খলিলুর রহমান বাবু, ইজাজুল হক ডাবলু, হাসমত আলী, আকতার হোসেন, আড়পাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী হিটলার শিকদার, বর্তমান ইউপি সদস্য ও ব্যবসায়ী ফরহাদ হোসেন মন্ডল, ব্যবসায়ী মতিয়ার রহমান খাঁন আকেব, আকরাম শিকদার প্রমুখ। সভায় বিশিষ্ঠ ব্যবসায়ী মধুখালী উপজেলা বিএনপি সদস্য রিপন হোসেন মোল্যা, শামীম শিকদার সহ প্রায় শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। পরিশেষে আড়পাড়া ইউনিয়ন বাজার প্রতিষ্ঠার লক্ষে উদ্যোক্তা ও অনুষ্ঠানের সভাপতি সবার সহযোগীতা কামনা করে আগামী শনিবার পূনরায় মতবিনিময় সভা আহবান করে মতবিনিময় সভা শেষ করেন।