ePaper

ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত জবি রিপোর্টার্স ইউনিটির ইফতার

জবি প্রতিনিধি

রমজান মাস মানেই ইবাদত, আত্মসংযম ও পারস্পরিক সৌহার্দ্যরে অপূর্ব সমাহার। এই ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ১৩ মার্চ আয়োজন করে এক বিশেষ ইফতার অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২২২ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় এই আয়োজন। দিনের শেষে ইফতার মুহূর্তটি সবসময়ই আনন্দের, তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজনের আবেদন থাকে ভিন্ন রকমের। প্রতিদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা নিজ নিজ জায়গায় বসে ইফতারের প্রস্তুতি নেয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চলে ইফতার আয়োজনের ব্যস্ততা। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও নিজ নিজ জায়গা থেকে আয়োজন করে ইফতার মাহফিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি তাদের এ আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসের সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একত্রিত করে এক মিলনমেলায় পরিণত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, এবং অন্যান্য অতিথিরা। প্রায় শতাধিক অংশগ্রহণকারী এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায় বলেন, “রমজান আত্মত্যাগের মাস, আর এই উপলক্ষে জবিরিউ পরিবারের সদস্যদের একসঙ্গে ইফতার করা সত্যিই আনন্দের। এখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই একত্রিত হয়েছে। ইফতার প্রস্তুতি ও পরিবেশনের অভিজ্ঞতাটিও ছিল অসাধারণ। ক্যাম্পাসে আমাদের জন্য এটাই সেই বিশেষ জায়গা, যেখানে আমরা এক পরিবারের মতো সময় কাটাই।” এই আয়োজনের মাধ্যমে শুধু ইফতার নয়, বরং ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যরে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *