ePaper

ভোলায় দীর্ঘদিনের জমি-জটের অবসান ঘটালেন সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চক

মোহাম্মদ আলী,ভোলা

ভোলায় দীর্ঘদিন ধরে চলমান জায়গা-জমি সংক্রান্ত মামলা, হামলা ও পারিবারিক বিরোধের জটিলতার অবসান ঘটিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক পার্টির ভোলা জেলা আহ্বায়ক ও সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চোখে। তাঁর উদ্যোগ, আন্তরিকতা ও মানবিক প্রজ্ঞায় বহুদিনের বিরোধ মীমাংসা হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তির নিঃশ্বাস ফেরা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধে জড়িয়ে ছিলেন। একাধিক মামলা, হামলা ও উত্তেজনার কারণে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় সমাজের কল্যাণে কাজ করে যাওয়া মানবিক নেতা আলহাজ্ব জামাল উদ্দিন চোখে নিজ উদ্যোগে উভয়পক্ষকে আলোচনায় বসান। তাঁর মধ্যস্থতা ও ন্যায়ের বিচারে উভয়পক্ষ সন্তুষ্ট হয়ে বিরোধের অবসান ঘটায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, “আলহাজ্ব জামাল উদ্দিন চোখে শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো একজন সত্যিকারের সমাজকর্মী। তাঁর কারণে এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফিরে এসেছে।” আলহাজ্ব জামাল উদ্দিন চকেট বলেন, “মানুষে মানুষে বিবাদ নয়, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠাই আমার লক্ষ্য। যতদিন বেঁচে আছি, ততদিন সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।” এলাকাবাসী জানান, তিনি দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। সমাজে তাঁর ন্যায়পরায়ণতা ও মানবিক ভূমিকা তাঁকে “গরিবের বন্ধু” হিসেবে পরিচিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *