মোহাম্মদ আলী, ভোলা
ভোলা সদর মডেল থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ২০২৫ সকাল ১০টার দিকে আসামি মো. রাকিব (৩০) ও হাসান মোনতাছির রহমান (২০)সহ আরও কয়েকজন ভোলা সদর উপজেলার শেখ ফরিদের বাড়িতে যায়। সেখানে তারা শেখ ফরিদের নাতি মো. জিতুকে একটি চুরির মামলার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে পুলিশকে ম্যানেজ করার কথা বলে দুই লাখ টাকা দাবি করে। একপর্যায়ে বাধ্য হয়ে শেখ ফরিদ তার ছেলে মো. মজিবুর রহমানকে নিয়ে ৩ আগস্ট ২০২৫ দুপুরে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ‘হোটেল নিরালা’র ভেতরে আসামিদের হাতে ১ লাখ ৫০ হাজার টাকা তুলে দেন। পরে আরও ১০ হাজার টাকা দেন। কিন্তু তারপরও আসামিরা অতিরিক্ত আরও ২ লাখ টাকা দাবি করে বসে। এ ঘটনায় ভুক্তভোগীর সন্দেহ হলে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে ভোলা সদর মডেল থানায় মামলা (নং-২৪, তারিখ-১৭/০৯/২০২৫, ধারা-৩৮৫/৩৮৬/৫০৬ দণ্ডবিধি) দায়ের করা হয়। মামলার পর অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা দ্রুত অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি রাকিব ও হাসান মোনতাছির রহমানকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে চাঁদাবাজির টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
