মোহাম্মদ আলী, ভোলা
ভোলায় আলেম হত্যার প্রতিবাদে সোমবার জেলার সব স্কুল, কলেজ ও মাদরাসায় পাঠদান বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, শোক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন প্রতিবাদকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে শিক্ষার্থী, শিক্ষক, ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেন। মিছিল শেষে তারা শহরের বাংলাবাজার মোড়, সদর রোড ও সরকারি স্কুল মাঠ এলাকায় সমাবেশ করেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা পুলিশ প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে ভোলা জেলা পুলিশ সুপার ও সদর মডেল থানার ওসিকে দায়িত্ব পালনে সতর্ক করা হয়। প্রসঙ্গত, গত শনিবার রাতে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মুহাদ্দিস মাওলানা আমিনুল হক নোমানী নিহত হন। তিনি ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার মুহাদ্দিস, সদর উপজেলা জামে মসজিদের খতিব এবং ইসলামি ঐক্য আন্দোলনের ভোলা জেলা সেক্রেটারি ছিলেন। এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
