ePaper

ভোটের ময়দানে জোটের ইঙ্গিত বিএনপির

নিজস্ব প্রতিবেদক
সংসদ নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোর সঙ্গে জোটের আভাস দিয়েছেন বিএনপি নেতারা। তারা জানিয়েছেন, নির্বাচন কমিশনের নিয়মে ব্যত্যয় না ঘটলে জোটসঙ্গীরাও ভোট করবেন ধানের শীষ প্রতীকে। বিএনপি নেতাদের অভিযোগ, নির্বাচনকে ঘিরে বরাবরের মতো এবারও জনগণের বিপক্ষে গিয়ে ষড়যন্ত্র করছে একটি পক্ষ। নির্বাচনের সময় যতো গড়াচ্ছে বাড়ছে ভোট কিংবা জোটভিত্তিক সমীকরণ। প্রকাশ্যে-অপ্রকাশ্যে চলছে বৈঠক, মেলানো হচ্ছে চাওয়া-পাওয়ার হিসেব। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সমমনা দলগুলোর সঙ্গে ইতোমধ্যে ম্যারাথন বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেবে বিএনপি। তার ভাষায়, ইসির নিয়মে ব্যত্যয় না হলে তারা ভোট করতে পারবেন ধানের শীষ প্রতীকেই। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, শিগগিরই বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে সমমনা দলগুলোও জনগণের কাছে যাবে। অভিযোগ করে তিনি বলেন, জনগণের বিপক্ষে গিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। কেউ কেউ নির্বাচন বয়কটের ডাক দিচ্ছে—এটাই তো ষড়যন্ত্রের আলামত। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তাই ভোট কিংবা জোট-সব সমীকরণই স্পষ্ট হবে নির্বাচনি তফসিল ঘোষণার পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *