সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে টাকা দাবির অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের নিউ মার্কেট মোড়ে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম হোসেন আলী। তিনি সদর উপজেলার মাছখোলা গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ লাভলু জানান, ভোক্তা অধিকার কর্মকর্তা পরিচয়ে হোসেন আলী তার কাছে টাকা দাবি করেন। দুপুর থেকে তিনি নানা অজুহাতে জরিমানা করার ভয়ভীতি দেখাতে থাকেন। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন। সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার মফিজুর রহমান বলেন, “স্থানীয়রা ভুয়া ভোক্তা কর্মকর্তা পরিচয়দানকারী হোসেন আলীকে আটক করে থানায় দিয়েছে। তার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
