আল আমিন, কুষ্টিয়া
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম। সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল উপজেলা এলাকায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ। এ সময় তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রশাসনিক বিভাগকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির অন্যান্য সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন। উপজেলার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের উদ্যোগকে সকলেই স্বাগত জানান এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
