সিরাজুল ইসলাম শেখ, (গাইবান্ধা) পলাশবাড়ী
জেলা পলাশবাড়ী উপজেলা ১ নং কিশোরগাড়ী ইউনিয়ন গত কয়েক বছর আগে কয়েক লক্ষ টাকার গাছ ভুয়া কাগজ তৈরি করে নামমাত্র দামে বিক্রি করেছে দিঘলকান্দি গ্রামের মহাছেন আলীর ছেলে আজাদুল ইসলামের বিরুদ্ধে। এতে করে সরকারি যেমন রাজস্ব হারিয়েছে, তেমনি ভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। শুধু তাই নয় আবারো কোটি টাকার গাছএকই ভাবে নিলামে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি। সরেজমিনে দেখা যায় ১৯৯৯ সালে গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা ১নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল জলিল সরকার ইউপি সদস্যদের নিয়ে বড় শিমুল তলা টোংরার দহ ব্রিজ হইতে কিশোরগাড়ী চকবালাওপশ্চিম রামচন্দ্র পুর শ্রী লোকেশ চন্দ্রের পুকুরপাড় পর্যন্ত ১০.৫ কিলো বাধ মজবুত করার জন ইউনিয়নের নিজস্ব অর্থায়নে গাছ রোপণের সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু একই দিনে দুটি ভুয়া কাগজ তৈরি করেন আজাদুল ইসলাম। এবং সেই কাগজের দিয়ে পূর্বে গাছ বিক্রি করায় কিছু না হওয়ায় আবারও কোটি টাকার গাছ বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে। তাই ইউপি চেয়ারম্যানসহ প্রশাসনের কাছে সচেতন মহলের দাবি সঠিক বিশ্লেষণ করে যেন গাছ কাটার অনুমতি দেওয়া হয়।