ePaper

ভুমিদস্যু চক্রের উচ্ছেদ আতঙ্কে জামালপুরের সাংবাদিক শেলু আকন্দের পরিবার

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলা শহরের দেওয়ান পাড়া এলাকার প্রয়াত সাংবাদিক শেলু আকন্দকে নির্মম নির্যাতনে হত্যার পর সম্প্রতি তার পরিবারকে পৈতৃক সম্পত্তি ও বসতভিটা থেকে উচ্ছেদ ষড়যন্ত্রে বেপড়ুয়া হয়ে উঠেছে স্থানীয় একটি চিহ্নিত ভুমিদস্যু চক্র। জামালপুরের সচেতন নাগরিক ও কর্মরত সাংবাদিকরা নির্যাতীত সাংবাদিক পরিবারটির নিরাপত্তার জন্য অসংখ্যবার দাবী জানালেও ভুমিদস্যু চক্রটি আজো ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেছে। অভিযোগে জানাগেছে, দৈনিক বাংলাবাজার পত্রিকা ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাবেক জামালপুর জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক শেলু আকন্দ পেশাগত জীবদ্দশায় সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করেছেন। তিনি সকল প্রকার জুলমবাজ, নির্যাতনকারী, দালাল ও ভুমিদস্যুদের বিরুদ্ধে ছিলেন অকুতোভয় কলম সৈনিক। তার সততা ও ক্ষুরধার লেখনির কারণে ক্ষিপ্ত হয়ে স্থানীয় একটি ভূমিদস্যুচক্র তার বিরুদ্ধে দায়ের করে একাধিক মিথ্যা মামলা। এতদ্বসত্তেও ওই ভুমিদস্যু চক্রের মদদপুষ্ট একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ গত ১৮ ডিসেম্বর ২০১৯ইং তারিখে তার উপর অতর্কিত হামলা চালিয়ে দুই পা ভেঙ্গে দেওয়াসহ তাকে গুরুতর আহত করে। সন্ত্রাসীদের নৃশংস হামলায় গুরুতর আহত সাংবাদিক শেলু আকন্দ এরপর থেকেই টানা ৫ বছর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। একইসাথে তিনি সহ্য করেছেন নানান হয়রানি, মিথ্যা মামলা ও শারীরিক-মানসিক নির্যাতনের জ্বালাযন্ত্রণা। অবশেষে, ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সাংবাদিক শেলু আকন্দের উপর নির্মম নির্যাতম ও তার মৃত্যু ঘটনা জেনে ওই সময় বিক্ষোভে ফেটে পড়েন জামালপুরের সচেতন নাগরিক ও কর্মরত সাংবাদিক সমাজ। তারা প্রয়াত সাংবাদিক শেলু আকন্দের উপর অমানবিক নির্যাতনের বিরুদ্ধে ও নির্যাতীত সাংবাদিক পরিবারের নিরাপত্তার দাবীতে দফায় দফায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে। এতদ্বসত্তেও প্রয়াত সাংবাদিক শেলু আকন্দের পরিবার নিরাপদ হতে পারেনি। স্থানীয় আওয়ামী নেতার মদদপুষ্ট ওই ভুমিদস্যু চক্রটি সম্প্রতি তার পরিবারকে পৈতৃক সম্পত্তি ও বসতভিটা থেকে উচ্ছেদ ষড়যন্ত্রে বেপড়ুয়া হয়ে উঠেছে। তারা প্রয়াত শেলু আকন্দের পরিবারকে দফায় দফায় প্রাণনাশের হুমকি প্রদানসহ তাদের বিরুদ্ধে ঠুকে দিয়েছে মিথ্যা মামলা। এছাড়াও ওই সন্ত্রাসীরা সম্প্রতি শেলু আকন্দের বসত ভিটা জবর দখলের অপচেষ্টায় সেখানে টাঙ্গিয়ে দিয়েছে আওয়ামীলীগ নেতার সাইনবোর্ড। প্রয়াত সাংবাদিক শেলু আকন্দের কন্যা সিনথিয়া আক্তার জানান, স্থানীয় ভুমিদস্যু চক্রের উচ্ছেদ হুমকির আতঙ্কে তাঁর পরিবারের সকলেই বর্তমানে চরম নিরাপত্তহীনতায় ভুগছেন। এজন্য তাদের নিরাপত্তা ও পৈতৃক সম্পত্তি জবর দখলের কবল থেকে রক্ষার জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও জামালপুর জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *