মো. রুহুল আমিন রাজু, জামালপুর
গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জামালপুরে মশাল মিছিল করেছে ছাত্র-অধিকার পরিষদ। রোববার রাতে জামালপুর শহর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মশাল মিছিলটি স্থানীয় রেল গেইট থেকে বের হয়ে শহর পদক্ষিন শেষে দয়াময়ী চত্বর গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক নূর নবী ইসলাম নূর, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইহছান হাবিব রাহাত। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে জামালপুর থেকেই বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। উল্লেখ্য, বরিশাল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল জলিল বাদী হয়ে গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।