ePaper

ভারতে হাসপাতালে আগুন, আইসিইউয়ে ৬ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজস্থানের জয়পুরে সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয় রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (৫ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। কীভাবে এ আগুন লাগে, তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দমকলের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।হাসপাতালের ট্রমা কেয়ারের ইনচার্জ চিকিৎসক অনুরাগ ধাকড় জানান, অগ্নিকাণ্ডের সময় নিউরো আইসিইউ বিভাগে ১১ জন রোগী ছিলেন। ট্রমা কেয়ারের একটি গুদামঘর থেকে আগুন শুরু হয়ে দ্রুত আইসিইউতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই ছয় রোগীর মৃত্যু হয়—চারজন পুরুষ ও দুইজন নারী। বাকিদের নিরাপদে সরিয়ে অন্যত্র চিকিৎসা দেওয়া হচ্ছে।অগ্নিকাণ্ডে নিহতরা হলেন— সিকরের বাসিন্দা পিন্টু, জয়পুরের দিলীপ, ভরতপুরের শ্রীনাথ, রুক্মিণী, খুরমা ও সাঙ্গনার এলাকার বাহাদুর।

দুর্ঘটনার খবর পেয়ে পরদিন সোমবার সকালে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা কয়েকজন মন্ত্রীকে নিয়ে হাসপাতালে ছুটে যান। তিনি চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম বলেন, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে ধারণা করছি। এখনো উদ্ধারকাজ চলছে আহতদের চিকিৎসা ও দ্রুত সুস্থ করে তোলাই এখন আমাদের অগ্রাধিকার।এ দিকে অগ্নিকাণ্ডের ক্ষুব্ধ রোগীদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *