স্পোর্টস ডেস্ক
হেডিংলেতে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড। এজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার সপ্তাহখানেক আগে ১৫ জনের দল ঘোষণা করে দিলো বেন স্টোকসরা। চার বছর পর দলে ফিরেছেন পেসার জোফ্রা আর্চার। দ্বিতীয় সারির পেসারদের নিয়েই প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। আর্চার ফেরায় চিন্তা বাড়ছে ভারতের।
প্রথম ও দ্বিতীয় টেস্টের দলে শুধু একটাই বদল। আর্চার ফেরায় অবশ্য কাউকে বাদ পড়তে হয়নি। আগের টেস্টে ১৪ জনের দল ছিল। এই টেস্টে ১৫ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তার মধ্যে ছ’জন পেসার। প্রথম টেস্টে খেলেছেন ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও জশ টং। পাশাপাশি জেমি ওভারটন ও স্যাম কুকও দলে রয়েছেন। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন আর্চার।
শেষ বার ২০২১ সালে ভারত সফরে লাল বলের ক্রিকেট খেলেছিলেন আর্চার। তার পর থেকে কনুই ও পিঠের চোটে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে আর্চারকে। মাঝের চার বছরে মাত্র সাতটা সাদা বলের ম্যাচ খেলেছেন তিনি। চোট সারিয়ে গত আইপিএলে নেমেছিলেন আর্চার। সেখানেই আবার আঙুলে চোট পান তিনি। ফলে প্রথম টেস্টে খেলতে পারেননি আর্চার। গত মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে খেলেন আর্চার। সেখানেই দ্বিতীয় টেস্টের প্রস্তুতি সারেন তিনি। তারপরেই তাকে দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হয়েছে।
প্রথম টেস্টের আগে ইংল্যান্ড সমস্যায় পড়েছিল তাদের বোলিং আক্রমণ নিয়ে। আর্চার ছাড়া মার্ক উড, ওলি স্টোন ও গাস অ্যাটকিনসনের মতো প্রথম দলের পেসারদের পায়নি তারা। তার পরেও অবশ্য জিততে সমস্যা হয়নি ইংল্যান্ডের। এখন দ্বিতীয় টেস্টের আগে আর্চার দলে ফিরলেন। বাকি তিন পেসার কবে ফিরবেন তা জানা যায়নি। তবে আর্চারকে পেয়ে আত্মবিশ্বাস আরও বাড়বে স্টোকসের। এখন দেখার, এজবাস্টনে আর্চারকে ইংল্যান্ডের প্রথম একাদশে দেখা যায় কি না।
ইংল্যান্ডের ১৫ সদস্যের দল— বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির, জেকব বেথেল, জেমি ওভারটন, স্যাম কুক, জোফ্রা আর্চার।