ePaper

ভারতের অভদ্রতায় ক্ষেপলেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক

ভারত-পাকিস্তানের মাঠের লড়াইটা একপেশে হলেও করমর্দন ইস্যুতে উত্তাপ ছড়াচ্ছে। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা করমর্দন না করায় ক্ষোভ ঝেরেছেন সাবেক গতিতারকা শোয়েব আখতার। তার মতে, ‘ক্রিকেট একটা খেলা, এটাকে রাজনীতি বানাবেন না।’ পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশন অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্তকেও সমর্থন করেছেন শোয়েব।গতকাল (রোববার) দুবাইয়ে এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। এদিন টসের সময় দুই দলের অধিনায়করা করমর্দন করেননি। ম্যাচ শেষ হওয়ার পর পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলেও কোনো ভারতীয় খেলোয়াড় মাঠে আসেননি।জয়ের পর সোজা ড্রেসিংরুমে চলে যান অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবাম দুবে। পাকিস্তানি দল যখন করমর্দন করার জন্য মাঠে অপেক্ষা করছিল, তখন ভারতের সাপোর্ট স্টাফদের ড্রেসিংরুমের দরজা বন্ধ করতে দেখা যায়।এ ঘটনায় ক্ষুব্ধ শোয়েব বলেন, ‘এই আচরণ একেবারেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী বলা উচিত, সেটা আমি জানি না। ভারতীয় ক্রিকেট দল, সাবাশ। ভালো করেছো। কিন্তু, ক্রিকেট খেলার সঙ্গে রাজনীতিকে মিশিয়ে গুলিয়ে ফেলো না। দুটো দেশের মধ্যে ক্রিকেট ম্য়াচ আয়োজন করা হয়েছে। তোমরাও হাত মেলাও। এটা কোনও বড় ব্যাপার নয়। এটা ক্রিকেট খেলা। আরও বড় মনের পরিচয় দাও।’আরও বলেন, ‘লড়াই-ঝগড়া তো হতেই পারে। নিজেদের পরিবারেও তো ঝামেলা হয়। কিন্তু, সেটা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তার মানে এটা নয় যে হাত মেলাব না। এমনটা একেবারেই উচিত নয়। সালমান আলি আগা ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে না গিয়ে ভালো করেছে, বেশ করেছে। একেবারেই সঠিক সিদ্ধান্ত।’প্রসঙ্গত, রোববার দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহ-কুলদীপ যাদবদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতার দিনে শেষ দিকে দারুণ এক ক্যামিও খেলেন শাহিন আফ্রিদি। তার ইনিংসে ভর করে ১২৭ রানের গড়পড়তা পুঁজি গড়ে পাকিস্তান। জবাবে সূর্য, অভিষেক ও তিলকের ব্যাটে ভর করে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *