ePaper

ব্র্যাক ব্যাংকের এএমডি হলেন মাসুদ রানা

নিজস্ব প্রতিবেদক

এর আগে তিনি ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে কর্মরত ছিলেন। তার এই পদোন্নতি ১ আগস্ট থেকে কার্যকর হবে। ২০১৯ সালের অক্টোবর মাসে ব্র্যাক ব্যাংকে যোগদানের পর থেকে মাসুদ রানা ব্যাংকটির ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, গভর্ন্যান্স ও অপারেশনাল কার্যক্রমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ২৯ বছরেরও বেশি সময়ের সুদীর্ঘ কর্মজীবনে তিনি পাবলিক অ্যাকাউন্টিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং ব্যাংকিং খাতে কাজ করার মাধ্যমে নিজেকে একজন অভিজ্ঞ, সুদক্ষ ও দূরদর্শী কর্পোরেট লিডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ব্র্যাক ব্যাংকের উদ্ভাবন, টেকসইতা ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং-যাত্রায় তার অবদান উল্লেখযোগ্য।তার এই পদোন্নতি উপলক্ষ্যে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং ব্র্যাংক ব্যাংক পরিবার তাকে অভিনন্দন জানান। তারেক রেফাত উল্লাহ খান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে এম. মাসুদ রানার ভূমিকা ব্র্যাক ব্যাংককে বাংলাদেশের সবচেয়ে আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে কার্যকর অবদান রাখবে।এসএফ আহমেদ অ্যান্ড কো-এ যোগদানের মাধ্যমে এম মাসুদ রানা তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি বেক্সিমকো গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ডিভিশন, সানোফি-অ্যাভেনটিস, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ঢাকা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ব্র্যাক ব্যাংকের যোগদানের আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ঢাকা ব্যাংকে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। তার কৌশলগত দূরদর্শিতা, আর্থিক বিষয়ে বিস্তর জ্ঞান এবং শক্তিশালী নৈতিক মূল্যবোধ ব্যাংকিং খাতসহ অন্যান্য খাতেও বেশ প্রশংসিত।তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *