ePaper

ব্রীজ আছে, রাস্তা মেরামত নেই 

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের  নিশ্চিন্তপুর পশ্চিম পাড়া রাস্তার ওপর নির্মিত ব্রীজটি জনসাধারণের  চলাচলের  জন্য নির্মিত করা হয়েছে কিন্তু  রাস্তা  মেরামত করা হয়নি । ভাঙ্গা  রাস্তা  দিয়ে  মানুষের পায়ে হেটে চলাচল  করা এবং যান বাহন  নিয়ে চলাচলে চরম অসুবিধা হচ্ছে  তাই স্থানীয় জনগনের  ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  আমিরুল ইমলামের  নিকট দাবী অচিরেই জনগন ও যানবাহনের চলাচলের সুবিধার্থে রাস্তাটি  মেরামত করা হোক । এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন   ব্রীজটি  কারা করে   রাস্তা  মেরামত  না  করে   ফেলে চলে গেছে আজও আমি তার সাথে পেলাম না। তবে উপজেলা প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে মেরামত করার ব্যবস্থা করবো।  নিশ্চিন্তপুর গ্রামবাসীর পক্ষ থেকে মোহাম্মাদ আলী জানানা তারা চেয়ারম্যানের সার্বিক সহযোগীতায় আপাতত যাতায়াতের ব্যবস্থা করেছেন । তিনি আরও জানান মধুখালী উপজেলা প্রকৌশলী অফিসের মাধ্যমে বোয়ালমারী ঠিকাদার এই কাজটি করেছে  তাই  সরকারী ভাবে মেরামত করা অতি জরুরী । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *