মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। জনসভা সফল করতে দফায় দফায় বৈঠক করছেন বিএনপি নেতারা। একাধিকবার পরিদর্শন করেছেন জনসভা স্থল সরাইল উপজেলা কুট্রাপাড়া খেলার মাঠ। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে আইন- শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে দলীয় স্বেচ্ছাসেবীও। কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল। খালেদ হোসেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী।তিনি বলেন, দেশে আসার পর এবং বিএনপির চেয়ারম্যান হওয়ার প্রথমবারের মতো ব্রাহ্মণবাড়িয়ার জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান।মাজার জিয়ারত শেষে তার নির্বাচনী সমাবেশ শুরু হবে সিলেট থেকে। তিনি বেলা ১১টায় সিলেটের আলিয়া মাদরাসায় বক্তব্য রাখবেন। মহাসড়কের পাশে মৌলভী বাজারের শেরপুরে দুপুর একটায় বক্তব্য রাখবেন। তারপর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সমাবেশে বক্তব্য রাখবে। তারপর তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়ার সমাবেশে যোগ দেবেন। চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে থাকা দল জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশে তিনি বিকাল তিনটা থেকে চারটার মধ্যে বক্তব্য রাখবেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের বিএনপির জোটের সমর্থিত প্রার্থী মাও. জুনায়েদ আল হাবিব বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে, মানুষের মধ্যে একটা উৎসাহ আমরা লক্ষ্য করতে পারছি। বারোটার মধ্যে মাঠ সহ আশপাশে মানুষ কানায় কানায় ভরে যাবে। বিএনপির সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে।তিনি বলেন,আল্লাহর রহমতে সর্বকালের সবচেয়ে বড় সমাবেশ হবে। এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের জেলা এবং উপজেলার নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
