ePaper

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে শীর্ষ দুজনের কার বেতন কত হবে?

স্পোর্টস ডেস্ক:

আবারও কোচশূন্য হয়ে পড়ল সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তার বিদায়টা হয়ে পড়েছিল অবশ্যম্ভাবী। জল্পনার অবসান ঘটিয়ে গতকালই ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে। এখন আলোচনার বিষয় কে হবেন দলটির নতুন কোচ। সেই দৌড়ে এগিয়ে আছেন দুজন, কার্লো আনচেলত্তি ও জর্জ জেসুস।ব্রাজিলের সম্ভাব্য কোচ হওয়ার জন্য শীর্ষ দুই প্রার্থীর মধ্যে কার বেতন কত হতে পারে– তার একটি অঙ্ক দাঁড় করিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’। দরিভাল ব্রাজিলের কোচ হওয়ার আগে কার্লো আনচেলত্তিকে পাওয়ার দৌড়ে একবার জোরেশোরে নেমেছিল সিবিএফ। বিশেষত ফেডারেশন প্রধান এডনালদো রদ্রিগেজ তার ব্যাপারে অনেক বেশি আগ্রহী ছিলেন, যাতে সমর্থন ছিল দেশটির ফুটবল সংশ্লিষ্টদেরও। সেবার না হলেও আরও একবার রিয়াল মাদ্রিদের কোচের পেছনে ছুটছে ব্রাজিল। ও গ্লোবো জানিয়েছে, সিবিএফ সভাপতি রদ্রিগেজের কাছে আনচেলত্তির বছরে পারিশ্রমিক বাবদ ৮ মিলিয়ন ইউরোর আবেদন রয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০৫ কোটি টাকা। তাকে পাওয়ার জন্য সিবিএফকে লড়তে হচ্ছে সৌদি আরবের প্রতিযোগিতার সঙ্গে। কারণ তারাও আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে বড় অঙ্কের পারিশ্রমিক দিতে প্রস্তুত আছে। অন্যদিকে, ব্রাজিলের কোচ হওয়ার প্রত্যাশী আরেক প্রার্থী বর্তমানে সৌদি ক্লাব আল-হিলালের দায়িত্বে থাকা জর্জ জেসুস। তাকে আনা হলে সিবিএফ গুনতে হবে আনচেলত্তির প্রায় অর্ধেক। বছরে তার বেতন হতে পারে ৫ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬৫ কোটি টাকা। তবে জেসুসের সৌদি ক্লাব ছেড়ে আসার বিষয়টি তার ওপরও নির্ভর করছে। যেহেতু আগামী জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ, এর আগে দায়িত্ব ছাড়তে হলে আল-হিলালকে মানাতে হবে। আর তাতে পর্তুগিজ কোচ সেই দায়িত্ব ছাড়তে পারবেন জরিমানা দিয়ে। দরিভাল ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৪ মাস। তার সঙ্গে সেলেসাওদের চুক্তির ছিল আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত। মাঝপথে তার চুক্তি ভেঙে দেওয়ায় জরিমানা দিতে হবে সিবিএফকে। সে হিসেবে চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগপর্যন্ত তাকে মাসে ১ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালের বেশি পরিশোধ করতে হবে।  সবমিলিয়ে বোঝাই যাচ্ছে, কোচ ছাড়লেও ২০২৬ বিশ্বকাপের আগে বড় অঙ্কের আর্থিক অঙ্কই গুনতে হচ্ছে সিবিএফকে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, ১৬ বছরে প্রথমবার প্যারাগুয়ের কাছে হার, ইতিহাসে প্রথমবার হোম এন্ড অ্যাওয়েতে আর্জেন্টিনার কাছে হারৃ সবমিলিয়ে বরখাস্ত হওয়া দরিভাল অধ্যায়ে সাফল্য ছিল খুবই কম। তার অধীনে ১৬টি ম্যাচের মধ্যে সাতটিতে জয়, ছয়টিতে ড্র এবং তিনটিতে হার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *