ePaper

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে স্মারকলিপি পেশ

কুড়িগ্রাম প্রতিনিধি

নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছেন জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের বাসিন্দারা। চর উন্নয়ন কমিটি চর রাজিবপুর শাখার সদস্য সচিব আমিনুর রহমানের নেতৃত্বে জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কোদালকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান ছফের আলী ও আব্দুল বারীসহ সাত সদস্যের এক প্রতিনিধি দল আজ দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার সাথে সাক্ষাৎ করে তার হাতে স্মারকলিপি পেশ করে।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, ‘জেলার ১৬টি নদ-নদীর প্রায় ২৫টি পয়েন্টে নদী ভাঙন চলছে। ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।’এর আগে কুড়িগ্রাম শহর থেকে নদী পথে ২২ কিলোমিটারসহ ৬২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্র তীরবর্তী কোদালকাটি ইউনিয়নের প্রায় দুই শতাধিক নদী ভাঙ্গা মানুষ কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *