ছগির আহম্মেদ
বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ব্যাটারি প্লেট তৈরির কারখানা স্থাপনের লক্ষ্যে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ প্রথমা পাওয়ার সাপ্লাই লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি এর উপস্থিতিতে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব মো. আশরাফুল কবীর এবং বাংলাদেশ প্রথমা পাওয়ার সাপ্লাই লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক মি. লেইমিং জিয়া মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষর করেন।
কারখানা স্থাপনে প্রতিষ্ঠানটি ১ কোটি ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে যার ফলে ৬০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারা রপ্তানির লক্ষ্যে বার্ষিক ২০ কোটি ৮০ লাখ পিছ ব্যাটারি প্লেট তৈরি করবে যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান দেশের অনুকূল ব্যবসা পরিবেশ, দক্ষ জনবল এবং কৌশলগত অবস্থান উল্লেখ করে বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির বিনিয়োগের এই সিদ্ধান্তকে স্বাগত জানান।
“আমরা খুশি যে দেশে শিল্প বৈচিত্র্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে বেপজার উদ্দ্যেশের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ প্রথমা পাওয়ার সাপ্লাই লিমিটেড বৈচিত্র্যময় প্রকৃতির পণ্য উৎপাদন করবে। আমরা আপনাকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপন ও ব্যবসা পরিচালনায় বেপজার পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করছি” মেজর জেনারেল রহমান বলেন। বাংলাদেশ প্রথমা পাওয়ার সাপ্লাই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাদের কারখানা স্থাপনের সুযোগ প্রদানের জন্য বেপজার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা দ্রুত বেপজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের কাজ শুরু করব।
বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বেপজার সাথে একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের প্রত্যাশা ব্যক্ত করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং বাংলাদেশ প্রথমা পাওয়ার সাপ্লাই লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
বেপজা অর্থনৈতিক অঞ্চল বেপজার বৃহত্তম উদ্যোগ। এই চুক্তিসহ বেপজা মোট ৩৭ টি কোম্পানির সাথে ইজারা চুক্তি স্বাক্ষর করেছে যাদের মোট বিনিয়োগের পরিমাণ ৮৮০.৭৪ মিলিয়ন মার্কিন ডলার। চুক্তি স্বাক্ষরকৃত এ প্রতিষ্ঠানগুলো বৈচিত্র্যময় পণ্য উৎপাদন করবে যা বেপজা অর্থনৈতিক অঞ্চলে ভিন্ন প্রকৃতির শিল্প স্থাপনের সম্ভাবনাকে তুলে ধরে।
Share Now