সৌমিত্র সুমন(কলাপাড়া) পটুয়াখালী
ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে নির্মম হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ছাত্র সমাজের ব্যানারে এ মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তৃতা করেন ‘আমরা কলাপাড়াবাসী’র সভাপতি নাজমুস সাকিব, সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং সাংস্কৃতিক কর্মী তানজিল জামান জয়। বক্তারা বলেন, “ঢাকার মতো জায়গায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার প্রবণতা জাতিকে হতাশ করেছে।” তারা আরও বলেন, “বর্তমান সরকার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ব্যর্থ হয়েছে। অপরাধীদের যদি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয়, তাহলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” মিছিলে বিভিন্ন কলেজের শিক্ষার্থী, যুব সমাজ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।