সাহেদ চৌধুরী, ফেনী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার উদ্যােগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উত্তর কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক। নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. রইস উদ্দিন রতনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া। বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন আহমেদ, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মজুমদার ও সাবেক সভাপতি কাবুল হোসেন কাবুল মেম্বার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ফেনী পৌর যুবদলের সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রাসেল, মহিলা দল নেত্রী আয়েশা আক্তার, পাঁচগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিডিআর আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আবদুল করিম প্রমুখ। জেলা ছাত্রদলের সদস্য মেসবাহ উদ্দিন মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে গাজী হাবিব উল্লাহ মানিক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশকে একদলীয় শাসন থেকে মুক্ত করে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি জণগণের কল্যাণে বহুমুখী উন্নয়নমূলক কাজ করেছেন। তাঁরই যোগ্য উত্তরসুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করে দেশ গড়ার রাজনীতিতে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার লুট পাটের মাধ্যমে অর্জিত টাকা খরচ করে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের সবাইকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগের মত কোনো ভোটার বিহীন নির্বাচন আর এদেশে হবে না এবং হতে দেব না। তাই আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে বিএনপিকে ক্ষমতায় আনতে এখন থেকে সকল নেতা-কর্মীকে কাজ শুরু করতে হবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে ৩১ দফা সামনে রেখে এগিয়ে যেতে হবে। বাড়ি বাড়ি ও ঘরে ঘরে গিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতার ঘোষিত ৩১ দফা সবাইকে অবহিত করে খেলাধুলার চর্চার মাধ্যমে কিশোর গ্যাং বন্ধ করতে হবে।