ePaper

বৈশাখে বিনোদন দেবেন অপূর্ব-সাবিলা

বিনোদন ডেস্ক

গল্পটা এক বিবাহিত দম্পতির। যাদের সংসারে দিনরাত খুনসুটি লেগেই থাকে। বিয়ের বছর যা যেতেই স্ত্রী অনেকটা বুঝে ফেলে তার স্বামী বে-গুণের মতো, যার কোনো গুণ নেই! এমনকি বউয়ের জন্মদিনটা পর্যন্ত সে মনে রাখতে পারে না।

দাম্পত্য জীবনে ঘটে যাওয়া নানা মজার ঘটনা নিয়েই এগিয়েছে নাটক ‘ভুল সবই ভুল’-এর গল্প। মাসরিকুল আলমের পরিচালনায় ও  ইমদাদ বাবুর গল্পে লেখা এ নাটকটি আসছে পহেলা বৈশাখে।

নাটকটিতে দম্পতি হিসেবে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূরকে। এছাড়াও এতে অভিনয় করেছেন সুষমা সরকার, শমু চৌধুরী ও শামিমা নাজনিন।

পরিচালক মাসরিকুল আলম জানান, কারও মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাওয়ার মতো উপভোগ্য নাটক এটি। এককথায় ব্যাপক বিনোদন পাবে দর্শক।

জানা গেছে, কয়েকমাস আগে ‘ভুল সবই ভুল’ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। পহেলা বৈশাখের দিনে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে নাটকটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *