শেখ নাদিম ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে মোঃ হেলাল মিয়া নামে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় এলপিজি গ্যাস বিক্রির ডিলার মায়ের দোয়া নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় দোকানের মালিক মোঃ হেলাল মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে এই অপরাধগুলো সংশোধন করার জন্য সর্তক করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
