মেছবাহ উদ্দিন, (নোয়াখালী) কোম্পানীগঞ্জ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বামনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, রামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই মাহফিলে বিএনপি নেতাকর্মীসহ বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ অংশ নেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও বর্তমান মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি একটি সভাও করতে পারেনি। তারা জনগণের পাশে দাঁড়ানোর পরিবর্তে নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত। চাঁদাবাজির সাম্রাজ্য রক্ষা করতে দলকে প্রশ্নবিদ্ধ করেছে।” তিনি আরও বলেন, “পকেট কমিটি গঠনের মাধ্যমে আওয়ামী পুনর্বাসন, সন্ত্রাসী, ধর্ষক ও চাঁদাবাজ তৈরি করা হচ্ছে। এসব অপশক্তিকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।” রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী একরামুল হকের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে আরও বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিসুল হক, সদস্য একরামুল হক মিলন মেম্বার, হারুনুর রশীদ ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান টিপু, গোলাম হায়দার শাহীন, মহিন উদ্দিন ছোটন, নাছের মেম্বার,
জসিম মেম্বার আজিজ আজমীর প্রমুখ। মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। নেতাকর্মীরা তাঁর আদর্শ অনুসরণ করে বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।