ePaper

বেগম খালেদা জিয়া আমাদের কাছে একটি আদর্শ।-বরকত উল্যাহ বুলু

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী:

 বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী বরকত উল্লাহ বুলু বলেছেন, বেগম খালেদা জিয়ার জানাযায় কোটি মানুষ অংশগ্রহণ করে প্রমাণ করেছেনে তিনি কতটা জনপ্রিয় ছিলেন । তিনি আমাদের কাছে একটি আদর্শ। তাঁর বড় ছেলে তারেক রহমান বিগত ১৭ বছর দেশের বাইরে থেকে যে ভাবে দল পরিচালনা করেছেন এবং দেশে এসে তাঁর ১৭ মিনিটের ভাষনে সবার আগে বাংলাদেশ রক্ষার যে আহবান তিনি জানিয়েছেন তা সবার কাছে গ্রহনযোগ্য হয়েছে। তার প্রতিটি কথা আমাদের অনুসরণ করেতে হবে।  মঙ্গলবার(২০ জানুয়ারী) দুপুরে নোয়াখালীর চৌমুহনী পাবালিক হলে বেগমগঞ্জ উপজেলা ও পৌর জাতীয়তাবাদি ওলামা দল আয়োজিত সবাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্স নবেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা ওলামা দলের সভাপতি  মাওলানা কাজী আবদুল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওনানা মাকসুদুর রহমান নাদীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু। এ সময় জেলা ওলামা দলের আহবায়ক মাওলানা কাজী সেলিম রেজা, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলম, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলী, সাবেক আহবায়ক শামছুতিরজীজ স্বপনসহ অনেকে উপস্থিত ছিলেন। বরকত উল্যাহ বুলু আরো বলেন, যারা দেশে বেহেস্তেরে টিকেট বিক্রির কথা বলে মানুষবে বিভ্রান্ত করছে আমাদের ঈমান আকীদা নস্ট করছে মুসলমানিত্ব নষ্ট করছে তাদের বিষয়ে সজাগ থেকে সকলকে ভোটের মাঠে শান্তি শৃঙ্খলা মেনে দেশের স্বাধীনতা ও সার্বভৌৈমত্ব কাদের ভোট দিলে নিরাপধ থাকবে তার সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *