ePaper

বেগমগঞ্জ ভ্রাম্যমান আদালতের অভিযান, চার প্রতিষ্ঠান?কে জ?রিমানা

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী:

বেগমগঞ্জ উপ?জেলা প্রশাসন ও ভোক্তা অ?ধিদপ্ত?রের যৌথ উ?দ্যো?গে বাজার ম?নিট?রিং করা কালে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার প্রতিষ্ঠান?কে  ১৭ হাজার ৫শদ টাকা জ?রিমানা করা হয় জ?রিমানা করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে  অভিযান চালানো হয়।

জানা গেছে, নোয়াখালীর জেলা প্রশাসক শ?ফিকুল ইসলামের  সা?র্বিক দিক নি?র্দেশনায় বেগমগঞ্জ উপ?জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অ?ধিকার সংরক্ষণ অ?ধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যাল?য়ের যৌথ উ?দ্যো?গে উপ?জেলার একলাশপুর, চৌরাস্তা এবং বাংলা বাজার এলাকায় এল?পি?জির গ?্যাসসহ নিত?্যপ?ণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় এল?পি?জির প?রি?বেশক পয়েন্ট, মু?দি, নিত?্যপ?ণ্যের দোকান ও ?হো?টেলগু?লো?তে তদা?র?কি কার্যক্রম প?রিচালনা করা হয়। অ?ভিযা?নে বেগমগঞ্জ উপ?জেলার সহকারী ক?মিশনার (ভূ?মি) ও নির্বাহী ম?্যা?জি?স্ট্রেট শাহাদত হো?সেন কর্তৃক ভোক্তা অ?ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন মোবাইল কোর্ট প?রিচালনা ক?রে মূল?্য তা?লিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ?্য বিক্রয়ের  অপরাধে রাজন স্টোর  এর স্বাধিকারী মো. শিমুল(২০)কে ৫ হাজার, মেসার্স হৃদয় স্টোর এর নাজমুল হাসান হৃদয়কে ৫ হাজার ৫০০,

লোকমান স্টোর কে ২ হাজার, ক্যাফে স্টারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 অ?ভিযা?নে জাতীয় ভোক্তা অ?ধিকার সংরক্ষণ অ?ধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যাল?য়ের সহকারী প?রিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: আছাদুল ইসলাম কর্তৃক ভোক্তা অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে মেসার্স লোকমান স্টোরকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা এবং মেসার্স ক্যাফে স্টারকে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাবার প্রস্তুত করায় উক্ত আইনের  ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে মোট চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৫শদ টাকা জরিমানা করা হয় এবং   উপস্থিত ব্যবসায়ীদের  সতর্ক করা হয় ও  সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। অভিযানে বেগমগঞ্জ থানা পুলিশের একটি টিম  সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *