ePaper

বেগমগঞ্জে মাদ্রাসার ছাত্র শিশু নির্যাতন কারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

 শিহাব উদ্দিন (নোয়াখালী) বেগমগঞ্জ

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে মাদরাসার ছাত্র (৭ বছরের) এক শিশু নির্যাতন কারীকে দ্রুত গ্রেপ্তার ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নির্যাতনের শিকার শিশুটির পরিবারের সদস্য ও স্থাণীয় এলাকাবাসী। গত রোববার দুপুরে বেগমগঞ্জ মডেল থানার সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী নির্যাতনের শিকার শিশুটির মা  জানান, তার স্বামী প্রবাসে থাকেন এবং দ্বিতীয় ছেলে বেগমগঞ্জের একলাশপুর ঈদগাঁও এরাবিয়া মাদরাসার তৃতীয় জামায়াতের ছাত্র। গত ২১ জুন তার ছেলে মাদরাসার মাঠে খেলতে যাওয়ার সময় পাশ্ববর্তী বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্য হৃদয় তার ছেলেকে ফুসলিয়ে তার বাড়ীতে নিয়ে শারিরীক (বলাৎকার) নির্যাতন করে। পরে তার শোর চিৎকারে ভয়ভীতি দেখিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। বিষয়টি সে বাড়িতে এসে জানালে তাকে নোয়াখালী ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দেয়ার পর কিশোর গ্যাংয়ের সদস্য ও নির্যাতকারী হৃদয় বর্তমানে ওই পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। এলাকাবাসী ও নির্যাতনের শিকার শিশুটির পরিবার এ ঘটনার সাথে জড়িত হৃদয়কে দ্রুত গ্রেপ্তার করে ন্যায় বিচার দাবি করেন। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক আবু তাহের জানান, নির্যাতনের শিকার শিশুটির মা থানায় একটি অভিযোগ দিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা অভিযুক্তকে গ্রেপ্তার করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *