ইয়াকুব নবী ইমন, নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জ হেলিফ্যাড ও সড়ক-মহাসড়ক দখল করে অবৈধ ইট, পাথর, সিমেন্ট, গাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আতাদত। রবিবার(সন্ধায়) উপজেলা সহকারী কমিশনা(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন সেনা বাহিনী ও পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচানলা করেন। এ সয় ঢাকা-নোয়াখালী মহাসড়কের পাশে বেগমগঞ্জ হেলিফ্যাডের উপর অবৈধভাবে বালি রেখে দখল করায় উপস্থিত জনতার সামনে এলজিইডি অফিসের উপ- সহকারী প্রকৌশলী কর্তৃক পরিমাপূর্বক ১৯২ ঘনফুট বালি জব্দ করে প্রকাশ্যে স্পট নিলাম দিয়ে ২১ হাজার ২০ টাকায় বিক্রি করা হয়। আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সময় মহাসড়ক আইন ২০১১ এর ১৪(২) ধারায় মো রাসেলকে (৩২) ১০ হাজার টাকা এবং শাওন মাহমুদ (৩৬) ১০ হাজার টাকা, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (২) ধারায় ২ জনকে ৫০০ টাকা করে ১ হাজার টাকাসহ ৪ টি মামলায় মোট ২১ হাজার টাকা অর্থদন্ড এবং স্পট নিলামে ২১ হাজার ২০০ টাকাসহ মোট ৪২২০০ টাকা আদায় করা হয়। এলজিইডি, বেগমগঞ্জ, চৌমুহনী পৌরসভা, বেগমগঞ্জ মডেল থানার পুলিশ এবং সেনাবাহিনীর একটি চৌকস টিম মোবাইল কোর্টে সহযোগিতা করে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনা(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন
