ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এই সংবর্ধনার আয়োজন করে। জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শাহবুদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহির উদ্দিন হারুন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন সহ অনেকে বক্তব্য রাখেন। পরে এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১৭২ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা বলেন, মেধাবীরাই একটি জাতির প্রেরণার উৎস। সৎ দক্ষ এবং আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেও অর্থনৈতিকভাবে বাংলাদেশের চেয়ে দুর্বল ছিল। আজ তারা উন্নত হয়েছে মাত্র ১০ থেকে ২০ বছরের ব্যবধানে। অথচ স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও আমরা এখনো অনুন্নত রয়ে গেলাম। এর কারণ আমাদের বি-রাজনীতি ও অপরাজনীতি।
