মো. তোফাজ্জল হোসেন, (দিনাজপুর) বীরগঞ্জ
স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অফ বীরগঞ্জ, দিনাজপুর (এসএবিডি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান শাহরিয়ারকে সভাপতি ও জগন্নাথবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম খলিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলরুমে এক আলোচনা সভা শেষে উপদেষ্টামন্ডলীর সদস্য স্বপন শর্মা, গোপেশ শর্মা, আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আবু সাঈদ ও সাবেক সাধরণ সম্পাদক গুলজার রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আংশিক কমিটি ঘোষণা করে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজওয়ানুল হক রেজা, রাশেদ আলী টিটোন, আলিমা মুক্তি, মাহমুদুল হাসান পলাশ, মেহেদী হাসান সুজন সহ সাবেক নেতৃবৃন্দ। গঠন করা নতুন কমিটিতে সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মঈন উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রানা সরকার রোহান, সাংগঠনিক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম, দপ্তর সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিপঙ্কর রায়, অর্থ সম্পাদক ঢাকা কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম নিবিড়, ক্রিড়া সম্পাদক আশা ইউনিভার্সিটির শিক্ষার্থী ইবনে সিনা নিবিড়, প্রচার সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরে আলম রিয়ালকে করা হয়েছে। উল্লেখ্য যে, ঢাকায় অধ্যায়নরত বীরগঞ্জের কিছু মেধাবী এবং উদ্যোমী শিক্ষার্থীদের প্রচেষ্টায় ২০০৯ সালে আত্মপ্রকাশ করে স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অফ বীরগঞ্জ, দিনাজপুর (এসএবিডি) ছাত্র সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকেই বীরগঞ্জ ও বীরগঞ্জের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। প্রতি বছর ঢাকাস্থ বীরগঞ্জ বাসীর মিলন মেলা নামে খ্যাত বার্ষিক বনভোজন, মেডিকেল ক্যাম্প, মেধাবী গরিব শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, বৃত্তি প্রদান, উচ্চ শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মশালা, সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মানুষদের এসএবিডি এ্যাওয়ার্ড প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সকলদের সংবর্ধনা প্রদান সহ বেশ কিছু কাজ করে যাচ্ছে সংগঠনটির সাথে জড়িত শিক্ষার্থীরা। দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গায় অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি বীরগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও প্রেরণায় এগিয়ে যাচ্ছে। এ কমিটি ৩১ শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বহাল থাকবে।