ePaper

বীনগরে প্রথমবারের মতো ক্যাপসিকাম চাষ- কৃষিতে নতুন সম্ভাবনা

?হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি

?নবীনগরে কৃষিতে যুক্ত হলো নতুন সম্ভাবনাময় ফসল ক্যাপসিকাম। এই প্রথমবারের মতো উপজেলায় বাণিজ্যিকভাবে ক্যাপসিকামের আবাদ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শে উপজেলার ৬টি ইউনিয়নের একাধিক স্থানে প্রায় ১০ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে এই আবাদ হচ্ছে। এরই মধ্যে মাঠে আশাব্যঞ্জক ফলন দেখা গেছে। সাতমোড়া ইউনিয়নের মাধবপুর মহল্লার প্রবাস ফেরত কৃষি উদ্যোক্তা হবি মিয়া প্রথম উত্তোলিত ক্যাপসিকাম নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আসেন। এ সময় তিনি জানান, ধারণার চেয়েও ভালো ফলন পাওয়ায় তিনি বেশ সন্তুষ্ট। নতুন এই ফসল তাকে কৃষিতে টিকে থাকার নতুন আশা দেখাচ্ছে বলেও জানান তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন বলেন, শুধু সাতমোড়া নয়, লাউরফতেহপুর, সলিমগঞ্জ, বীরগাঁও ও বড়িকান্দি ইউনিয়নেও ক্যাপসিকাম চাষ শুরু হয়েছে। তিনি স্থানীয় ভোক্তাদের নবীনগরে উৎপাদিত ক্যাপসিকাম কিনে কৃষকদের উৎসাহিত করার আহ্বান জানান। ক্যাপসিকাম পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি। এতে ভিটামিন সি, ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকায় এটি মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। পাশাপাশি বাজারে এর চাহিদা ও দাম তুলনামূলক ভালো হওয়ায় কৃষকদের জন্য এটি লাভজনক ফসল হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে, কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে এই ক্যাপসিকাম চাষে প্রদর্শনী উপকরণ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়েছে। সফল হলে আগামী দিনে নবীনগরে ক্যাপসিকামের আবাদ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *