ePaper

বিশ্বকাপে নারী দলের কোচিং প্যানেলে থাকছেন আলমগীর কবির

ক্রীড়া প্রতিবেদক

চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টটির আগে অফিসিয়াল দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কা জাতীয় দল ও শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে টাইগ্রেসরা। গেল মাসে নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। ম্যাচগুলো ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।  প্রস্তুতি ম্যাচের প্রথম দিন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। তবে মাঝের এই সময়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা।তবে নিয়মিত অনুশীলন ম্যাচ কিংবা ক্যাম্প চালিয়ে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতিরা। শুরুতে সিলেটে ক্যাম্প করার পর বর্তমানে বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা। আগামী আগস্টের ৮ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত আবার ক্যাম্প রয়েছে নারী দলের। এরপর নিজেদের মধ্যে ম্যাচও খেলবে জ্যোতিরা। নারী দলের সঙ্গে রয়েছেন সকল কোচিং স্টাফরা। প্রধান কোচ সারোয়ার ইমরানের পাশাপাশি রয়েছেন আলমগীর কবির। প্রধান কোচের পাশাপাশি আলমগীরও দেখছেন পেসারদের দেখভালের বিষয়টি। এছাড়া ফিল্ডিংয়েও বাড়তি নজর রাখছেন তিনি। ক্যাম্পের শুরু থেকে এখন পর্যন্ত দলের সঙ্গে কাজ করছেন তিনি। এর আগে নারী দলের পেস বোলিংয়ের দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *