ePaper

বিরিয়ানি থেকে পামাল, আলোচনায় ৫ পাকিস্তানি ড্রামা

বিনোদন ডেস্ক

পাকিস্তানি নাটক এশিয়ার অন্যান্য দেশেও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। পারিবারিক বন্ধন, সুস্থ সংস্কৃতিসহ মর্মস্পর্শী অভিনয়ের জন্য দিন দিন নাটকগুলো বাংলাদেশের তরুণ প্রজন্মের নিকট জনপ্রিয় হয়ে উঠছে।রোম্যান্স থেকে শুরু করে হালকা-হাসির পারিবারিক গল্পগুলো সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। গল্প, দুর্দান্ত অভিনয় এবং সীমিত পর্বের ঝরঝরে চিত্রনাট্য যেন দর্শকদের মন কাড়ে। রোমান্টিক থেকে শুরু করে সমাজভিত্তিক গল্প— সব ধরনের নাটকই রয়েছে। ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে পাকিস্তানের বিনোদন জগৎ দর্শকদের জন্য নতুন কিছু নাটক নিয়ে প্রস্তুত হচ্ছে। এবারও একত্রিত হচ্ছেন সেরা অভিনেতা, লেখক ও পরিচালকরা। আসন্ন নাটকগুলোর মধ্যে ৫টি উল্লেখযোগ্য নাটক নিয়ে আলোচনা করা হলো।১. পামাল : ২০২৫ সালের সবচেয়ে প্রতীক্ষিত নাটকগুলোর একটি হলো পামাল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পাওয়ারহাউস জুটি সাবা কামার ও উসমান মুখতার। জঞ্জাবিল অসিম শাহের লেখা এবং খিজার ইদ্রিসের পরিচালনায় নাটকটির গল্প মালিকা ও রাজা নামের দুজন ভিন্ন মেরুর মানুষকে নিয়ে, যাদের পথ অপ্রত্যাশিতভাবে এক হয়ে যায়। তেহরিম চৌধুরী প্রযোজিত এই নাটকে আরও থাকছেন আদনান জাফর ও অ্যানি জাইদি।২. বিরিয়ানি : এআরওয়াই ডিজিটালে আসছে বিরিয়ানি, যেখানে রামশা খান ও খুশহাল খান জুটি বাঁধছেন। জাফর মাইরাজের লেখা এবং বাদার মেহমুদের পরিচালনায় নির্মিত এই নাটকের গল্প এখনো প্রকাশ করা হয়নি। তবে শুধু কাস্টিংয়ের কারণেই দর্শক মহলে আগ্রহ তৈরি হয়েছে।৩. জিনকি শাদি উনকি শাদি : নতুনত্ব নিয়ে আসছে জিনকি শাদি উনকি শাদি, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন ওয়াহাজ আলি ও সেহার খান। মোমিনা দুরাইদ প্রোডাকশনসের ব্যানারে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন সাইফুল হাসান। সৈয়দ নাবিলের লেখা গল্পে কমেডি ও হরর—এই দুইয়ের মিশ্রণ দেখা যাবে, যা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।৪. ম্যায় জামিন তু আসমান : গ্রিন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আরও একটি নাটক আলোচনায় আছে, যার নাম ‘ম্যায় জামিন তু আসমান’। আহমেদ ভাট্টির পরিচালনায় এবং আব্দুল খালিদ খানের লেখা এই নাটকটিও প্রযোজনা করছেন তেহরিম চৌধুরী। এটি একটি বাস্তবধর্মী ও প্রভাবশালী গল্প নিয়ে নির্মিত হয়েছে বলে আশা করা হচ্ছে। ৫. মাসুম  : সবশেষে সবার নজর মাসুম-এর দিকে। এই নাটকের মধ্য দিয়ে দুই বছর পর কামব্যাক করছেন ইমরান আশরাফ। তার সঙ্গে প্রধান চরিত্রে আছেন সোনিয়া হুসেন ও মিকাল জুলফিকার। বারকাত সিদ্দিকীর পরিচালনায় এবং এমডি প্রোডাকশনসের সঙ্গে যৌথভাবে নির্মিত এই নাটকের গল্প লিখেছেন কন্টেন্ট লাইন। নাটকটিতে ইমোশনাল ইনটেনসিটি এবং বহুস্তরীয় গল্প বলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সিদরা নিয়াজি ও ওয়াসিম আব্বাসের মতো শক্তিশালী পার্শ্ব-অভিনেতারাও এতে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *