ePaper

বিরক্ত হয়ে বিপিএল ছাড়তে চেয়েছিলেন গুরবাজ

স্পোর্টস ডেস্ক

চলমান বিপিএলে বিসিবির দুর্নীতি দমন বিভাগের তৎপরতা চোখে পড়ার মতো। জিরো টলারেন্স নীতিতে চলছে অ্যালেক্স মার্শালের দল। তবে তাতে কিছুটা বিরক্ত হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলতে আসা এই ক্রিকেটার একপর্যায়ে বাংলাদেশ ছেড়েও যেতে চেয়েছিলেন।

গেল শুক্রবার হঠাৎ করে বিসিবির ইন্ট্রেগ্রিটি ইউনিট গুরবাজের রুমে ঢুকে পড়েন। এ নিয়ে বিরক্তির কথা জানান তিনি। গতকাল (রোববার) হারের পর মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমি শুধু এতটুকু বলতে পারি ও ডিস্টার্বড।’মিঠুন জানান, ‘সারা বিশ্বে খেলে বেড়ায়, আইপিএল খেলে। ওর তো অনেক নামডাক আছে। এটাকে ও খুব সিরিয়াসলি নিয়েছে, খুব ডিস্টার্বড হয়ে আছে। ওর ডিস্টার্বের কারণে তো দলেও প্রভাব পড়ছে। ও মানসিকভাবে ভালো না থাকলে ঢাকা টিম ভুগবে। আমরা ওকে বোঝাতে পারি, মানসিক সাপোর্ট দিতে পারি। তবে ও কীভাবে নেবে, নেগেটিভ থেকে পজিটিভে ফিরবে, এটা ওর ব্যক্তিগত বিষয়।’

গুরবাজ চলে যেতে চেয়েছিলেন কিনা জানতে চাইলে মিঠুন বলেন, ‘এ ধরনের একটা আলোচনা হয়েছিল। ওদের বোর্ডেরও সিগন্যাল ছিল, গাইডলাইন ছিল। ওটা ফলো করছিল। পরে সমাধান হয়েছে।’ মাঠের বাইরের এসব ব্যাপার মাঠে প্রভাব ফেলছে কিনা জানতে চাইলে মিঠুন জানান, ‘আসলে এটা বললে অজুহাত দেওয়া হয়ে যাবে। প্রফেশনাল প্লেয়ার হিসেবে বাইরে যা-ই হোক মাঠে নিজেদের ঠিক রাখা গুরুত্বপূর্ণ। সঠিক প্রক্রিয়া বজায় রাখা জরুরি। মাঠের বাইরে তো অবশ্যই অনেক ঘটনা ঘটছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *