ePaper

বিরক্ত সাইফকে পরে ‘দুঃখিত’ বলেছে তদন্ত টিম

স্পোর্টস ডেস্ক

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) বেশ আলোচনায় রয়েছে। সিলেটে বিপিএল চলাকালে সংবাদ সম্মেলন করে আকসুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে ঢাকা ক্যাপিটালস। তাদের দুই ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ ও সাইফ হাসানকে জেরা করার ঘটনাও ঘটেছে। যদিও পরে বিসিবি এক বিবৃতিতে জানায়, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। নিজেদের টুর্নামেন্টের শেষ ম্যাচে এবার এই ব্যাপারে মুখ খুললেন ঢাকার ব্যাটার সাইফ হাসান, ‘প্রথম দুই তিন ম্যাচ যখন ক্লিক করিনি, স্বাভাবিকভাবে ওদের (আকসু) কাছে লেগেছে যে আমার পারফরম্যান্সটা ম্যাচ হচ্ছে না গত বছরের তুলনায়। মানে গত বছর আমি যেভাবে খেলেছি। তো ওদের কাছে জিনিসটা স্বাভাবিক লাগেনি। ওরা এসে হুট করে চার্জ করছে।’আকসুর এমন আচরণ মানসিকভাবে বিরক্ত করেছে সাইফকে, ‘জিনিসটা আমারও ভালো লাগেনি। আমি বিরক্ত হয়েছি। কারণ আমি এটার জন্য ক্রিকেট খেলি না। আমি আমার প্যাশন নিয়ে ক্রিকেট খেলি। আর আমার পারিবারের ব্যাকগ্রাউন্ডও ওরকম না। তো এই জিনিসটা নিয়ে আমি অনেক বিরক্ত হয়েছি।’

এমন হস্তক্ষেপ তার খেলাতেও প্রভাব ফেলেছে স্বীকার করেন সাইফ, ‘একটু তো বিরক্ত লাগতেই পারে। কারণ ওটার পরপর যে দুই তিনটা ম্যাচ ধরেন, স্বাভাবিক হতেই পারে যে মনের ভেতর কাজ করবে—আমি কী করছি না করছি, এটা কী হচ্ছে, কী ভাবছে। একটা বিরতির পর চিন্তা করেছি যে এগুলো তো আমার হাতে নেই। যেহেতু এরকম কিছু হয়েছে, কিন্তু চেষ্টা করছি যে এখান থেকে বের হওয়ার।’

শেষ ম্যাচের সেরা খেলোয়াড় আরও বলেন, ‘ব্যাটিংয়ে নামার আগে জিজ্ঞেস করেনি। তবে তখন আমাদের ড্রেসিংরুমে এসেছিল। সিলেটে আমি ব্যাটিংয়ে নামার আগে ড্রেসিংরুমে ছিলাম। তখন এসেছিল। আর তার আগের দিন রুমে এসেছিল।’

তিনি বললেন, ‘অবশ্যই সারপ্রাইজিং এই ব্যাপারটা। আমি তো বিশ্রাম নিব, তখন হুট করে আসছে। গুরবাজ তো ঘুমাচ্ছিল তখন আসছে। একটা ব্যাপার তো থাকে যে আগে থেকে জানাবে। হুট করে আসা—এটা অনেক অসম্মানজনক।’ পরে আকসুর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বলেও জানান সাইফ, ‘ওই সময় মিটিং তো না, রুমে আসলো। তারপর কথা বলল, দেখল। যখন কিছু পায়নি, তখন দুঃখিত বলে চলে গেছে। তারপরের কয়েকদিন বারবার দুঃখিত বলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *