ePaper

বিয়ে করলেন তানজিদ তামিম

স্পোর্টস ডেস্ক

বিগত কিছুদিন বেশ ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশ দল। মাঝে কিছুদিন বিরতি দিয়ে সামনে এশিয়া কাপ দিয়ে আবারও ব্যস্ত সময় শুরু হচ্ছে ক্রিকেটারদের। ব্যস্ততা শুরুর আগেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিম। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তামিম। সহধর্মিনীর হাত ধরে থাকা অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন- দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।ঘরোয়া ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তানজিদ তামিম। ২০২৩ সালে জাতীয় দলে তার অভিষেক হয়েছে। ক্রমেই নিজেকে দলে অপরিহার্য করে তুলেছেন এই বাঁহাতি ওপেনার। আসন্ন এশিয়া কাপে দলের অন্যতম ভরসা হিসেবেই খেলতে নামবেন তিনি।জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৬টি ওয়ানডে খেলেছেন তামিম। যেখানে চারটি ফিফটির সাহায্যে ৫৪৮ রান করেছেন। ওয়ানডেতে তার সেরা ইনিংস ৮৪ রানের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ২৯ ম্যাচ খেলে তার সংগ্রহ ৬৫৫ রান। এই ফরম্যাটে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *