কাজী মামুন, পটুয়াখালী
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টাস ক্লাবের উদ্যেগে রোববার বেলা ৫.২০ মিনিটে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে ক্লাবের মাসিক সভা শুরু হয় এ সময় ক্লাবে নতুন ৬ জন সদস্য যুক্ত হন। নতুন ছয় সদস্য হলেন মো. তুহিন শরিফ দৈনিক বরিশাল প্রতিদিন, মো. তারিকুল ইসলাম তারেক দৈনিক স্বাধীন মত, মো. রায়হান উদ্দিন রুবেল আজকের দর্পণ, মো. এস এম জাহিদ দৈনিক চিত্র, সুভাষ দাস দৈনিক নতুন দিন, মো. হাচান দৈনিক দেশ প্রতিদিন। উল্লেখ্য উক্ত মাসিক মিটিং এ নামমাত্র পত্রিকা ও কার্ড দ্বারীদের সনাক্ত করে অনিয়মিত সাংবাদিকদের বাছাই করে উক্ত ক্লাব থেকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করে তাৎক্ষণিক ভাবে দুই জনকে ক্লাব থেকে বহিস্কার করা হয় এবং আরও তিন জনকে কেনো বহিস্কার করা হবে না তার জন্য নোটিশ প্রধানের সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কার কৃতদের নাম আগামী সাত কর্ম দিবসের ভিতর ক্লাবের নোটিশ বোর্ডে নাম ও নিজ ঠিকানায় বহিষ্কার পত্র পাঠানোর জন্য সভায় সিদ্ধান্ত হয়। নতুন সদস্য গ্রহনে পটুয়াখালী জেলা রিপোটার্স ক্লাবের সদস্য সংখ্যা বেড়ে ২৪ (চব্বিশ) হয়েছে যা পূর্বে ২১ (একুশ) সদস্য বিশিষ্ট ছিল।
